♻♻♻♻ গল্প অবুঝ ভালোবাসা ♻♻♻♻
গল্পটি পড়ার অনুরোধ রইল সবার প্রতি ছেলে : আজ রাতে ১১.৩০ এই সময় একবার আসতে । পারবে ? মেয়ে : কালকে আমার বিয়ে আর তুমি আজ ডাকছো বাড়ির লোকজন জানতে পারলে খারাপ মনে করবে । ছেলে : না মানে জীবনে শেষ বারের মতো তোমাকে দেখতে চাই । আর তো তোমাকে পাবো না তাই মেয়ে : আচ্ছা যাবো । ছেলে : আমাদের সেই পুরানো দেখা করার জায়গাটাতে । মেয়ে : ঠিক আছে । . . মেয়েটা ঠিক সময়ে পৌছে। গেল দেখল ছেলেটা একটা কেক নিয়ে আর একটা মোমবাতি জালিয়ে চাঁদের আলোয় বসে আছে । মেয়েটা এসে ছেলেটার পাশে বসলো । মেয়ে : আমার জন্মদিন তুমি এখনও মনে রেখেছো আর তুমি আমাকে এখনো ভালোবাসো ! ছেলে : মরার আগে পর্যন্ত ভালোবাসবো । কারণ ভুলে যাওয়ার জন্যে তো আর ভালোবাসিনি মেয়েটা এই কথাটা শুনার পরে হু হু করে কেঁদে উঠলো ছেলেটার হাতটা ধরলো । ছেলে : এই নাও কেকটা কাটো । মেয়েটা ছুরিটা তুলে কেকটা কাটলো । এক টুকরো ছেলেটাকে খাইয়ে দিল আর এক টুকরো ছেলেটা মেয়েটাকে খাইয়ে দিল । ছেলে : চোখে অস্ত্র আর কান্না কান্না কন্ঠে বল্ল দেখো তুমি না অনেক সুখি থাকবে তোমার বর তোমাকে অনেক সুখে রাখবে মেয়ে : তোমাকে ছাড়া , কি করে সম্ভব । কিছুক্ষন চুপ থাকার পরে ছেলে : আমাকে ভুলে যেও প্লি...