প্রেম ব্রেকাপ

:হ্যা আমি একজন ছেলে হয়ে,ছেলেদের
বিরুদ্ধে কথা বলছি,যারা ভালো ছেলে তারা অবশ্যই
আমার সাথে একমত হবে,
আপনি প্রেমের ফাদে ফেলে যে মেয়েটার
সর্বনাশ করতে চাচ্ছেন সে ও কিন্তুু আপনার মত
একজন ভাইয়ের বোন,
তোদের গালে জুতো মারতে ইচ্ছা করে
তোদের কারনেই আজ আমরা পুরো পুরুষ জাতী
মেয়েদের নিকট অপরাধী,হ্যা আমি রাহিম
তোদের গালে জুতো মারতে চাচ্ছি,
কেনো জানেন,আপনি যে মেয়েটার সর্বনাশ
করতে চাচ্ছেন সে জায়গায় যদি আপনার বোন কে
কেউ এই সর্বনাশ করতে চাইতো তাহলে আপনার
কেমন লাগতো,কিছু জানোয়ার আছে যাদের
কারনে আজ অনেক বোনকে চোখের পানি
ফেলতে হচ্ছে,এই জানোয়ারদের কাজ কি
জানেন,একটা মেয়েকে ভালো
লাগলো,দেখবেন তার পিছু পিছু কিছুদিন ঘুর ঘুর করে
তার পর প্রেমের প্রস্থাব দিয়ে বসবে,আর
বর্তমানের মেয়েরা ও এমন হয়েছে, প্রেমের
অফার পেলে নিজেকে যে কি মনে করে,মনে
হয় আকাশে উঠে গেছে,তার পর কিছুদিন
মেয়েটার সাথে প্রেম করবে,ভালোই চলবে
দেখবেন যেদিন তাদের শারীরিক সম্পর্ক হয়ে
যাবে তার কিছু দিন পর ব্রেক আপ,অন্য মেয়ে
পিছে ছুটা শুরু করে,আমি রাহিম এদের কে মানুষ
মনে করি না,আমার মতে এরাই প্রকৃত
জানোয়ার,আল্লাহ এদের কে শুধু মানুষের দেহটা
দিয়েছে কিন্তুু এদের ভিতরটা জানোয়ারের
চেয়ে ও নিকৃষ্ট,প্রেম মানে কি এরা তা জানে না,
এরা শুধু জানে শারীরিক সম্পর্কটা,
এরা আবার কি বলে জানেন,এরা আশা করে এদের
জীবনে ভালো মেয়ে আসবে,ভাই আপনি
হাজারো মেয়ের সর্বনাশ করে নিজের জন্য
ভালো মেয়ে আশা করছেন,আপনার কি একটু ও
লজ্জা করে না,আপনি যেমন আপনার স্ত্রী ও
তেমন হবে বেহায়াপনা,বাস্তবতা আজ এতটাই কঠিন
হয়ে উঠেছে,মেয়েরা ও আর আজ কাল ভদ্র
ছেলেদের পছন্দ করে না তারা নাকি বলদ,ঐ
জানোয়ার টাইপের ছেলে কে ভালো না বেশে
একটা বলদ কে ভালোবেসে দেখুন সে সারা
জীবন আপনাকে বুকের ভিতরে আগলে
রাখবে,ঐ জানোয়ারদের বলতে চাই,ভাই জীবন
একটাই যদি প্রেম করতে চান তাহলে একটাই করুন
দেখবেন জীবন অনেক সুখের হবে,ভাই আপনার
আমার ঘরে ও কিন্তুু বোন আছে,আপনি অন্যের
বোনের ক্ষতি করবেন দেখবেন নিশ্চিত আপনার
বোনের ও কেউ না কেউ একই ক্ষতি
করবেই,,,,,,আমি এই কথা গুলো লিখেছি শুধু
আপ্নাদের পড়ার জন্য নয়,আশা করি আমার কথা গুলো
পড়ার পর তোদের পরির্তন হবে ।
(বুঝানোর জন্য কিছু বাজে কথা লেখতে বাধ্য হয়েছি কেউ মনে কষ্ট নিবেন না দয়া করে,)

Comments

Popular posts from this blog

একটা করুণ প্রেম কাহিনী- (কষ্ট করে পুরোটা পড়বেন?)

একটি অসমাপ্ত প্রেমের গল্প